এইচএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি)। এদিন সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সবকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী । বেলা ১২টা থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
👉ঢাকায় পাসের হার ৮৭.৮৩, জিপিএ-ফাইভ ৬২,৪২১
👉সিলেটে পাসের হার ৮১.৪০, জিপিএ-ফাইভ ৫৪,৮৭১
👉রাজশাহীতে পাসের হার ৮১.৫৯, জিপিএ-ফাইভ ২১,৮৫৫
👉চট্টগ্রামে পাসের হার ৭৮.৭৬, জিপিএ-ফাইভ ১২,৬৭০
👉কুমিল্লায় পাসের হার ৯০.৭, জিপিএ-ফাইভ ১৪,৯৯১
👉বরিশালে পাসের হার ৮৬.৯৫, জিপিএ-ফাইভ ৭,৩৮৬
👉যশোরে পাসের হার ৮৩.৯, জিপিএ-ফাইভ ১৮,৭০৬
👉দিনাজপুরে পাসের হার ৭৯.০৬, জিপিএ-ফাইভ ১১,৮৩০



