কাশিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার ৩

মোঃ ইব্রাহীম খলিল গাজীপুরঃ-
গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম।
তিনি জানান, রোববার (৫ মার্চ) রাত তিনটা সময় কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর ইউসেফ কাশিমপুর টেকনিক্যাল স্কুলের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বেলুয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সাগর হোসেন (৩২), সিরাজগঞ্জ চৌহালী থানার রেহাই পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রিপন মিয়া (২৯) এবং একই জেলার আকরাম খানের ছেলে হোসেন খান(২০)।
এসময় তাদের কাছ থেকে একটি স্টীলের চাপাতি,
দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।



