অর্থনীতিজাতীয়সংস্কৃতি

গাজীপুরের শ্রীপুরে, নার্সারিতে সফল উদ্যোক্তা মোঃ জাহিদ হাসান।

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন নিজমাওনা, গ্রামের কদমের চৌরাস্তা সংলগ্নে নার্সারিতে সফল উদ্যোক্তা, মোঃ জাহিদ হাসান।

সরেজমিনে তার নার্সারিতে দেখা মিলে শত শত, প্রজাতের। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতের ফলজো ঔষধি গাছের চারা।

যেমন, পীচ, সয়া, অ্যাভোকডো, রাম্পবেরি, ব্ল্যাকবেরি, দেশি পেয়ারা, আমলখি, কাঁকুড়, কলোজা, করুনজামির, কলসিজারাজামি, কেয়াফল, কেওড়াফল, কাউয়াপান্তা, কাউফল, খইলফল/খইফল, খুদিজাম/তিতজাম, গোলাপজাম, গোলপাতাফল, গাবগুলাল, গজারিফল, চালতা, চিনার, চিনাবাদাম, চামকাঁঠাল/চাম্বুল, চিহর, চাইচুই, চুকাইফল, পানজুলি, ছইলাফল, জামরুল/আমরুত, জাম্বুরা, বাতাবিলেবু, জলপাই, জাম, জামানফল, জামালগোটা, জারাজামির, জংলিবরই, ঝাপিটুপি।

নার্সারিতে সফলতার ব্যাপারে জানতে চাই, মোঃ জাহিদ হাসান বলেন। প্রথম দিকে অল্প কিছু যায়গা নিয়ে নার্সারি শুরু করি তার পর থেকে, আল্লাহ্ তা’য়ালার মেহেরবানিতে, আজ আমার নার্সারিতে। ডেফল, ডুমুর, ডালিম, আনার, বেদানা, ডেউয়া, সবেদা, খাটাখাসি, কাকজাম, সহ আরো অসংখ্য ফুল ফল ও ঔষধি গাছের চার। তিনি আরে বলেন, আমাদের উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে এসব ঔষধি ফলজো গাছের বিভিন্ন প্রজাতের চারা বিক্রি করে থাকেন।

কেউ যদি উনার কাছে এসব চারা কিনতে চায় কি ভাবে কিনবেন ও কি ভাবে উনার নার্সারিতে আসবেন, এ বিষয়ে মোঃ জাহিদ হাসান বলেন। যে কোনো প্রান্ত থেকে, গাজীপুরের শ্রীপুর উপজেলার, গাজীপুর ইউনিয়নের নিজ-মাওনা গ্রামের বড়চালা বাজার থেকে ৪০০গজ পশ্চিম পাশে আসলেই দেখতে পাবেন (জেরিন এগ্রো নার্সারি), আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে। ০১৭৩৯-২৭১১৪৩
০১৬৮৩-৭৩৪৮০৬ আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button