বেলকুচিতে সরকারি রাস্তার গাছ কেটে নিলো গাছ খেকো মিলন প্রফেসার


সাথী সুলতানা, স্টাফ রিপোটার সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার কান্দাপাড়া বাজার এলাকা হয়ে ধুকুড়িয়াবেড়া পাকা সড়কের পাশে সরকারি রাস্তার ১৮ টি ইউক্যালিপটাস গাছ কেটে নিলো সাতবাড়িয়া ডিগ্রি কলেজের প্রফেসার গাছ খেকো মিলন। গত বুধবার ৫ ই এপ্রিল সরেজমিনে গিয়ে জানা যায় মিলন এলাকায় প্রভাব খাটিয়ে সরকারি অনুমতি না নিয়ে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করলেন স্থানীয় গাছ ব্যাবসায়ীদের কাছে। এদিকে মিলনের কাছে জানতে চাইলে দাপটের সাথে তিনি বলেন রাস্তা সরকারি হলেও গাছগুলো আমার জায়গার মধ্যে। অন্য দিকে গাছ ব্যাবসায়ীরা বলেন আমরা এক লাখ পয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গাছগুলো ক্রয় করেছি। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসার জাহাঙ্গীর আলম পরিদর্শনে এসে বলেন সরকারি রাস্তার গাছ ঠিক আছে তবে জরিপ করে দেখতে হবে আমি আজই সার্ভেয়ার ফরহাদ সাহেবের সাথে কথা বলবো এবং জরিপ না হওয়া পর্যন্ত সরকারি সম্পদ রাস্তার গাছ কাটা বন্ধ থাকবে। এবং গাছ গুলো সরকারি রাস্তার প্রমান হলে মিলনের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



