

নিজস্ব প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন দল BNM অন্যতম সদস্য এইচএম গোলাম রেজা আজ সন্ধ্যা ৫:৩০ কদমতলা পিডিকে ফুটবল ময়দানে জনসভা করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম ।
বিশেষ অতিথি
উপস্থিত ছিলেন মোঃ হাফিজ আব্দুর রশিদ নোঙ্গর মার্কা নির্বাচন পরিচালক শ্যামনগর ।
বিশেষ অতিথি জয়ন্ত কুমার ঘোষ অধ্যক্ষ শিমুরেজা কলেজ । বিশেষ অতিথি সাংবাদিক আব্দুল হাকিম । বিশেষ অতিথি মোঃ নুরুল হক প্রাক্তন চেয়ারম্যান । বিশেষ অতিথি মোঃ আব্দুল কাদের ইউপি সদস্য বিষ্ণুপুর । বিশেষ অতিথি মোহাম্মদ মহসিন হোসেন প্রং ইসলামী শিক্ষা শিমু রেজা কলেজ । বিশেষ অতিথি অভিশেষ কুমার মন্ডল প্রঃ শিমুরেজা কলেজ । মোঃ আবু ইমান নূরনগর।
প্রধান অতিথি এইচ এম গোলাম রেজা বক্তব্যে বলেন ~ শ্যামনগর ও কালীগঞ্জে উন্নয়নের উৎপাদনে বিশেষ ভূমিকা রাখতে চাই আমি ।
সুষ্ঠু সুন্দর ও নিরপক্ষ নির্বাচন হবে এবার , যারা আমার পাশে থাকবে আগামীতেও সকলের প্রতি আমার নেক নজর থাকবে । শ্যামনগর কালীগঞ্জের প্রতিটি ইউনিয়ন মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজি সবই নির্মূল করে ফেলবো ইনশাল্লাহ । গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো । ইউনিয়নের যত রাস্তাঘাট দুর্ভিক্ষ এলাকা সবকিছুই আমি খেয়াল রাখবো । আমি নির্বাচিত হলে কালিগঞ্জ শ্যামনগরের প্রতিটি মানুষের সেবা করার চেষ্টা করব ইনশাল্লাহ । এটাই আমার নির্বাচনী অঙ্গীকার ও প্রতিজ্ঞা । তিনি আরো বলেন গরিবের হক যাতে তারা পেতে পারে সেদিকেও সু নজর থাকবে আমার ইনশাআল্লাহ।
আগামী জানুয়ারি মাসের ৭ তারিখে নোঙ্গর পতিকে ভোট দিয়ে সকলে আবারো বুঝাই দেবেন সত্যের জয় হয় । জনসভায় অংশগ্রহণ করেন নারী পুরুষ সহ হাজার হাজার সাধারণ জনগণ।



