অপরাধআইন – আদালত

কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুলিশ কর্তৃক ফেনসিডিল ও একটি বিদেশী পিস্তল সহ মাদক ব্যবসায়ী আটক

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

কুষ্টিয়া জেলার মিরপুর থানা পুলিশ কর্তৃক একটি বিদেশী পিস্তল, ০২ (দুই) রাউন্ড গুলি, (০২) দুইটি ম্যাগাজিন ও ১৪৮ (একশত আটচল্লিশ) বোতল ফেনসিডিল উদ্ধার, একটি ট্রাক জব্দ এবং ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) তারিখে জনাব মোঃ মিজানুর রহমান, সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে জনাব আব্দুল খালেক, সহকারী পুলিশ সুপার,মিরপুর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জনাব মোঃ মমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, মিরপুর থানা, পুলিশ পরিদর্শক(তদন্ত)/আব্দুল আজিজ, মিরপুর থানা, কুষ্টিয়ার নেতৃত্বে এসআই (নিঃ)/ফিরোজুল ইসলাম, এএসআই (নিঃ)/মোঃ শাহজাহান বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া তিন রাস্তার মোড়ে দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি এলাকা হতে মিরপুর হয়ে কুষ্টিয়া গামী একটি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১৪-৭১১৬ তল্লাশী করে। তল্লাশিকালে ট্রাক চালক কাম মালিক মোঃ আদিল হোসেন (৩২), পিতা-মোঃ আঃ সাত্তার মোল্লা, গ্রাম-পূর্ব মহিষকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে আটক পূর্বক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে উক্ত ট্রাকের সীটের পিছন দিকের একটি সাদা প্লাষ্টিকের বস্তায় ১৪৮ (একশত আটচল্লিশ) বোতল ফেন্সিডিল এবং ট্রাকের ড্যাশবোর্ড হইতে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ ট্রাকটি জব্দ করে। এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button