জাতীয়শিক্ষাঙ্গনসংস্কৃতি

গাজীরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন শিক্ষার্থীর প্রেসিডেন্ট’স স্কাউট অর্জন

গাজীরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন শিক্ষার্থীর প্রেসিডেন্ট’স স্কাউট অর্জন

স্কাউটিংয়ে অনন্য সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে অভিনন্দন

গাজীরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন মেধাবী শিক্ষার্থী ২০২১ সালে দেশের সর্বোচ্চ স্কাউট সম্মাননা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। জাতীয় পর্যায়ে মূল্যায়ন শেষে এ সম্মাননা পান—মোসা. মীম আক্তার, খাদিজা তুল কোবরা এবং মেঘলা আক্তার। তিন শিক্ষার্থীই স্কাউটিং, নেতৃত্ব, সামাজিক সেবা ও নৈতিক প্রশিক্ষণে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার লাভ করেন।

জানা যায়, স্কাউটিংয়ের বিভিন্ন ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়া, প্রয়োজনীয় ক্যাম্পে অংশগ্রহণ, সমস্যা সমাধান দক্ষতা, প্রথমিক চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং সামগ্রিক চরিত্র গঠনের মানদণ্ডে উচ্চ স্কোর অর্জনের মাধ্যমেই তারা চূড়ান্তভাবে নির্বাচিত হন। এই মর্যাদাপূর্ণ সম্মান স্কাউট সদস্যদের ব্যক্তিগত যোগ্যতা, মনোভাব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলেন, “আমাদের শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ স্কাউট পুরস্কার অর্জন করায় আমরা গর্বিত। এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মানের প্রতিফলন।” তিনি আরও উল্লেখ করেন, বিদ্যালয়ের পক্ষ থেকে স্কাউট কার্যক্রমে নিয়মিতস হায়তা, প্রশিক্ষণ ও তদারকি অব্যাহত থাকবে।

স্কাউট গ্রুপের লিডাররা জানান, “মেয়েদের এই অর্জন পুরো এলাকার জন্য এক অনুপ্রেরণার উৎস। তারা নিষ্ঠা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করেছে যে সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে যেকোনো শিক্ষার্থীই জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।”

পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পাওয়া তাদের জীবনের অন্যতম গৌরবময় অভিজ্ঞতা। দীর্ঘ প্রস্তুতি, নানা প্রশিক্ষণ, পরিশ্রম এবং শিক্ষকদের উৎসাহ ছাড়া এ অর্জন সম্ভব ছিল না। তারা ভবিষ্যতে সমাজের উন্নয়নমূলক কাজে নিজেকে আরও সক্রিয়ভাবে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষাবিদরা জানান, এ অর্জন গাজীরচট এলাকায় স্কাউটিংকে আরও জনপ্রিয় করবে এবং শিক্ষার্থীদের সুসংহত চরিত্র গঠন, নেতৃত্বে এগিয়ে আসা এবং সমাজসেবায় যুক্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে।

শেষ পর্যন্ত, গাজীরচট এ.এম. উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ তিন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানান, এ অর্জন তাদের শিক্ষা জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং প্রতিষ্ঠানের সম্মান আরও বৃদ্ধি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button