জাতীয়সংস্কৃতি

জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

আজ ১৬ ডিসেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার ভোরের আলো ফুটতেই জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা ১৯৭১ সালের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গাজীপুর মহানগরের রাজবাড়ী স্মৃতি সৌধে পৌঁছান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গাজীপুর মহানগরে অবস্থানরত দেশী, বিদেশি কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ দেওয়া শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন।
বাংলাদেশের সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন। জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখার উপদেষ্টা ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খাঁন ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ। জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদকঃ এস এম জাহিদ হোসাইন। সহ-সভাপতিঃ মোঃ ইসমাইল হোসেন (সাগর)। সাংগঠনিক সম্পাদকঃ মোঃ ওবায়দুল্লাহ (জয়)। অর্থ-সচিবঃ মোঃ হিরা মিয়া। মানবাধিকার বিষয়ক সম্পাদকঃ মোঃ রমজান মিয়া।এছাড়াও উপস্থিত সাংবাদিক মিনারা খাতুন রিনা, (দৈনিক প্রভাতি বাংলাদেশ)। সাংবাদিক মোসাঃ তমা আক্তার (দৈনিক আজকের বসুন্ধরা)। গাজীপুর সদর উপজেলা রিপোর্টার মোঃ শাহিন আলম ( সদস্য – জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা ) সহ আরও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।
শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন বক্তারা বলেন, আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস। আমাদের চিরগৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এই দিনে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি।এই ডিসেম্বরের কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য, উড্ডীন হয়েছিল লাল-সবুজ পতাকা। বাতাসে অনুরণন তুলেছিল অগণিত কণ্ঠের সুর ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকের দিনটি তাই একদিকে যেমন এ দেশের মানুষের কাছে চিরকালের, চিরগৌরব ও আনন্দের; তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনায় নীল।
পাকিস্তানি হানাদার বাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান)। যে সব শ্রেষ্ঠ সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পাবে।জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখার উপদেষ্টা ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খাঁন বলেছেন, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহিদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।
তাছাড়া দিবসটি উপলক্ষে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button