রায়গঞ্জে সাংবাদিক কে নিয়ে গুজব ছড়ানো কে এই মাদকাসক্ত হৃদয়


ষ্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে নিজের কুকর্ম ঢাকতে সাংবাদিক কে নিয়ে গুজব ছড়ানো কে এই মাদকাসক্ত হৃদয়।
সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের মোঃ মুক্তা শেখের ছেলে হৃদয় শেখ ২৭। পারিবারিক উসকানিতে হৃদয় শিশুকাল থেকেই বিপদগামী হয়ে ওঠে। মাদকাসক্ত হৃদয় প্রথম স্ত্রী কে মারপিট করে। নানামুখী নির্যাতনের শিকার হয়ে প্রথম স্ত্রী হৃদয় কে তালাক দেয়। স্ত্রী বিয়োগের পর হৃদয় নিজের বসত বাড়িতে একটি কবর তৈরি করে। বেশ কিছু দিন তৈরিকৃত কবরে অবস্থান নিয়ে হৃদয় শুরু করে নানামুখী ভন্ডামি। হৃদয়ের এমন কর্মকান্ড দেখে প্রতিদিন পাড়া-মহল্লার লোকজন হৃদয়ের বাড়িতে ভীড় জমায়। অন্যদিকে হৃদয় মূর্তি পূজা ভন্ডামী মাতলামি ও কয়ড়া গ্রামের মানুষ কে ভয়ভীতি প্রদর্শন উশৃঙ্খল মুলক আচরণ ব্যবহারে সমাজের মানুষের মধ্যে এক আতংক বিরাজ করছিলো।

এরই একপর্যায় হৃদয়ের এমন কুকর্ম ঢাকতে গ্রাম ছেড়ে ঢাকায় পারি জমায় হৃদয়। বেশ কিছু দিন পর শহর থেকে গ্রামে ফিরে আসে সাংবাদিক কে নিয়ে গুজব ছড়ানো উশৃংখল হৃদয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন মা বাবার উসকানি কালো টাকা ক্ষমতার দাপটে হৃদয় বেপরোয়া হয়ে উঠেছে। হৃদয়ের উশৃংখল মূলক আচরণ ব্যবহারে অতিষ্ঠ এলাকাবাসী। হৃদয়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হুমকি ধামকি দিয়ে কোনঠাসা করে রাখে ওই উশৃংখলকারী গুজব ছড়ানো মাদকাসক্ত হৃদয়। সচেতন মহল বেপরোয়া হৃদয় কে আইনত ভাবে রোধ করার জোর দাবি জানায়। উল্লেখ্য গত ১৭ ই ফেব্রুয়ারিতে আমাদের কয়ড়া ও হৃদয়ের ফেসবুক আইডি থেকে সাংবাদিক আইয়ুব আলী কে জড়িয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করে যা মিথ্যা বানোয়াট ভিত্তি হীন উদ্দেশ্য প্রনোদিত। এ বিষয়ে ওই সাংবাদিক রায়গঞ্জ থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। উল্লেখিত বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি তদন্ত পূর্বক আইনত ব্যবস্থা নেওয়া হবে।



