জালিয়াতির আর এক নাম সাদিয়া এন্টারপ্রাইজ


স্টাফ রিপোর্টার:
ঢাকা জাতীয় স্টেডিয়াম সুপার মার্কেট এর ইন্টারনেট এর মালামাল বিক্রেতা সাদিয়া এন্টারপ্রাইজ জাল জালিয়াতি করে DBC নামের একটি ইলেকট্রনিকস ব্রান্ড মালিকানা দাবি করেন, ঘটনাস্থলে জানা য়ায় DBC নামে চায়না ও ইন্ডিয়া হতে বেশ কিছু ব্রান্ড এর ইলেকট্রনিকস ডিভাইস আমদানি কারকরা বাংলাদেশে আমদানি করেন এবং অনেকেই এই নামে বাজারে পণ্য বিক্রি করেন,গত- ০৫-০১-২০২৬ এ ভাই ভাই নেট এন্ড ডিস সেন্টার নামে একটি প্রতিষ্ঠান ঢাকা স্টেডিয়াম সুপার এর ২য় তলার দোকানদার এই DBC নামের একটি পণ্য ফেসবুকে বিজ্ঞাপন দেন, তার কিছুক্ষন পর একই মার্কেট এর সাদিয়া এন্টারপ্রাইজ নামের আর একটি প্রতিষ্ঠান ভাই ভাই নেট এন্ড ডিস সেন্টার এর দেয়া বিজ্ঞাপন এর ছবিতে ক্রস দাগ দিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে ভাই ভাই নেট এন্ড ডিস সেন্টার এর মানহানি করেন এবং DBC নামের লোগোটির মালিকানা দাবি করেন, এ বিষয়ে সাদিয়া এন্টারপ্রাইজ এর কাছে জানতে চাইলে তাদের কাছে ইন্টারন্যাশনাল ব্রান্ড DBC নামের লোগোটির কোনো ট্রেডমার্ক সার্টিফিকেট আছে কিনা, সাদিয়া এন্টারপ্রাইজ জানায় তাদের কাছে DBC নামের এই ব্রান্ড এর মালিকানা দাবি করার মত কোন কাগজ পএ নেই, আপর দিকে ঢাকা স্টেডিয়ামের অন্যন্য সব প্রতিষ্ঠান এর মালিক গন জানান DBC একটি ইন্টারন্যাশনাল ব্রান্ড এই নামে বাংলাদেশের সকল আমদানি কারক পণ্য ইমপোর্ট করে বাংলাদেশ ইলেকট্রনিকস মার্কেট এ বিক্রি করেন, এখানে DBC নামের এই ব্রান্ড মালিকানা দাবি করার মত কোন সুযোগ সাদিয়া এন্টারপ্রাইজ এর নেই তারা অন্যর ক্ষতি করার জন্য এমন কাজ করেছেন, মালিক সমিতি থেকে জানা যায় তারা এই ঘটনার কঠিন তম বিচার এর ব্যাবস্তা করবেন। ভাই ভাই নেট এন্ড ডিস সেন্টার এর মালিক চনচল সাহেব মান হানির মামলার প্রস্তুতি নিচ্ছেন ।



