আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে কে এই সেলিম ও আলআমিন গং চাঁদাবাজ
বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন


স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ার পল্লিবিদ্যাুৎ এলাকায় সেলিম রেজা (৩৭) আলআমিন (৩৬) নামের দুই চাঁদাবাজ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্ত ভুগিরা, জানা যায় সেলিম রেজা ও আলআমিন বিগত সরকারের আমলে আওয়ামীলীগ এর সন্ত্রাসীদের নিয়ে রাস্তা ঘাট, নারী পুরুষ ও আসহায় মানুষকে ফাদে ফেলে চাঁদাবাজি হয়রানি মুলক কর্মকান্ড করেন, এছাড়াও তারা এলাকায় অবৈধ গ্যাস লাইন এর ব্যাবসা ও করতেন, বিগত সরকারের আমলে এই সেলিম ও আলআমিন ২৭ জুলাই ও ৪ এবং ৫ আগস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে একএিত হয়ে ছাএ জনতার উপর হামলা করেন এবং ৫ আগস্ট বিকেল ৫ টার দিকে তারা BNP এর মিছিলে যোগ দেন, ৫ আগস্ট রাত ১১ থেকে গভীর রাত পর্যন্ত তারা পল্লিবিদ্যাুৎ ফুট ওভার ব্রিজ এর সামনে দাড়িয়ে সকল ধরনের গাড়ি থেকে টাকা পয়সা ও মালামাল ছিনতাই করেছেন এর পর এই সেলিম ও আলআমিন কিছু দিন লুকিয়ে থাকলেও তার কিছুদিন পর সেলিম সাংবাদিকতার ব্যানার লাগিয়ে আলআমিন কে নিয়ে আবার ও চাদাবাজি ও অসহায় মানুষকে ফাদে ফেলে অবৈধ অর্থ আত্মসাৎ করে চলেছেন, পল্লিবিদ্যাুৎ এলাকার সকল চায়ের দোকানদার মুদি দোকানদার এই সেলিম এর কাছে পাবেন লক্ষ্যধিক টাকা, সেলিম ও আলআমিন এর নামে চাদাবাজি ও পাওনা টাকা অনাদায়ে হুমকির দুইটি অভিযোগ করেছেন ভুক্ত ভুগিরা, আশুলিয়ার পল্লিবিদ্যাুৎ ডেনডাবর এলাকাবাসীর দাবি এই চাদাবাজ আওয়ামী সন্ত্রাসী সেলিম ও আলআমিন এর কাছ থেকে মুক্তি চান তারা



