

বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি প্রার্থীতা ফিরে পেয়েছেন। এতে করে তার আর নির্বাচনে অংশ নিতে বাধা রইল না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাহাজাদী আলম বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গত ২রা জানুয়ারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর মিল না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল করেন।
এরপর শাহজাদী আলম লিপি তার মনোনয়ন পত্রটি চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার উভয় পক্ষের শুনানি শেষে তার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেন।



