পূর্বের অপরাধ ঢাকতে নতুন কৌশল অবলম্বন আশুলিয়ায় সাংবাদিক নামে চাঁদাবাদ সেলিম


নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের আশুলিয়ার পল্লিবিদ্যাুৎ এলাকায় সেলিম রেজা (৩৭) আলআমিন (৩৬) নামের দুই চাঁদাবাজ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্ত ভুগিরা, জানা যায় সেলিম রেজা ও আলআমিন বিগত সরকারের আমলে আওয়ামীলীগ এর সন্ত্রাসীদের নিয়ে রাস্তা ঘাট, নারী পুরুষ ও আসহায় মানুষকে ফাদে ফেলে চাঁদাবাজি হয়রানি মুলক কর্মকান্ড করেন, এছাড়াও তারা এলাকায় অবৈধ গ্যাস লাইন এর ব্যাবসা ও করতেন, বিগত সরকারের আমলে এই সেলিম ও আলআমিন ২৭ জুলাই ও ৪ এবং ৫ আগস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে একএিত হয়ে ছাএ জনতার উপর হামলা করেন এবং ৫ আগস্ট বিকেল ৫ টার দিকে তারা BNP এর মিছিলে যোগ দেন, ৫ আগস্ট রাত ১১ থেকে গভীর রাত পর্যন্ত তারা পল্লিবিদ্যাুৎ ফুট ওভার ব্রিজ এর সামনে দাড়িয়ে সকল ধরনের গাড়ি থেকে টাকা পয়সা ও মালামাল ছিনতাই করেছেন এর পর এই সেলিম ও আলআমিন কিছু দিন লুকিয়ে থাকলেও তার কিছুদিন পর সেলিম সাংবাদিকতার ব্যানার লাগিয়ে আলআমিন কে নিয়ে আবার ও চাদাবাজি ও অসহায় মানুষকে ফাদে ফেলে অবৈধ অর্থ আত্মসাৎ করে চলেছেন,
এমন একটি সংবাদ জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকা সহ একাধিক পত্রিকায় প্রকাশিত হয় এরপরে এই চাঁদাবাজ সেলিম বিভিন্ন লোক মারফত বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে বসতে চায়। চাঁদাবাজ সেলিম বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে বসার আগে খোঁজখবর নিয়ে দেখতে এবং বুঝতে পারে যে এই ঘটনাটি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে জাতীয় দৈনিক সরজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ ফরাজী। পরে এই ঘটনাটি নিয়ে অনুসন্ধান এবং সংবাদ প্রকাশ বন্ধ করার একাধিক অনুরোধ জানালে জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ ফরাজী পরিষ্কার কণ্ঠে বলেদেন যে-সে কোনভাবেই অনুসন্ধান বা সংবাদপ্রকাশ বন্ধ করবেন না। অনুরোধ করার পর কোনরকম কোন সুবিধা না মিলাই শুরু করে নতুন নাটক । বিভিন্ন ভুয়া অনলাইন পত্রিকার সূত্রে জানা যায় ১৫ ই জানুয়ারি রাত ৯টায় বাইপাইল, টি এস সি, পাম্পের উত্তর পাশে বাসায় ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আর এই বিষয়ে জাতীয় দৈনিক সরে সরেজমিনের স্টাফ রিপোর্টার ফিরোজ ফরাজীকে অপরাধী করে আরও ৪জনকে আসামি করে আশুলিয়া থানায় নাকি একটি জিডি করেছেন এমন প্রচারণায় বিভিন্ন ভুয়া অনলাইন পত্রিকায় চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ ফরাজীকে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি সত্য তবে তাদের জিডিতে যা উল্লেখ করেছে তা সম্পূর্ণই মিথ্যা ও সাজানো। আমি যেন তার সম্বন্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ ভয়ে বন্ধ রাখি এমন ভুল রাস্তায় সে হাঁটছে। তবে আমার অনুসন্ধান চলমান রয়েছে সামনে আরো ভয়ংকর তথ্য দিতে যাচ্ছি জাতিকে। আমাকে ভয় দেখিয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখতে পারবে না আমি আমার অনুসন্ধান ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ চালিয়ে যাব ইনশাল্লাহ।



