অপরাধআইন – আদালত

শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একটি কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিগুলো হলো মোঃ রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তারা দীর্ঘদিন যাবত ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গিয়েছে।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কুড়াল, ছুরি ও রামদা। পাশাপাশি তাদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button