ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

মোঃ আসাদুজ্জামান আসাদ, বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও ঃ বাল্য বিবাহকে না বলুন ও শিশুর সুরক্ষা নিশ্চিত করুন এই প্রতিপাদ্য বা মূলসুর কে সামনে ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থার ওয়াল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি এর আয়োজনে আজ বুধবার সন্ধ্যায় শহরের মুন্সিরহাটস্থ সংস্থা’র কার্যালয় চত্বরে বা এপি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান।
অনুষ্ঠানে ওয়াল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থা’র কর্মকর্তা মানু এল মার্ডি।
এতে বক্তারা বাল্য বিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন। সে সময় তারা ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার করতে গুরুত্ব আরোপ করেন।
এসময় অন্যানের মধ্যে সাংবাদিকরা, সংস্থা’র কর্মকর্তা, উপকারভোগি শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩৭৫০ জন শিশুকে খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী এবং সাবানসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।



