

বিপ্লব হোসেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপালপুর উপজেলার গুলিপেচা গ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫’নভেম্বর ) সন্ধ্যায় গুলিপেচা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এতিমখানা ও ডাঃ মহিউদ্দিন মেমোরিয়াল দাখিল মাদ্রাসা মাঠে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র উদ্যোগে এ দু’আ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাত ও দোয়া শেষে আগামীর বাংলাদেশে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার বিশেষ প্রয়োজনীয়তা উল্লেখ করে, তিন তিন বারের সাবেক প্রধান-মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।
মোনাজাত ও দু’আ শেষে
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন,
সারাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। আজ তিনি অসুস্থ, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি না থাকলে এদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।
তিনি আরও বলেন, সে’জন্য আজ এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এতিমখানা ও ডাঃ মহিউদ্দিন মেমোরিয়াল দাখিল মাদ্রাসা মাঠে কোরআনের হাফেজ সহ প্রায় দুই হাজার মুসল্লীদের উপস্থিতিতে মোনাজাত করেছি এবং আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া করেছি।
মহান আল্লাহ তা’য়ালা আমাদের দোয়া কবুল করে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দিবেন বলে আশা রাখছি।
এসময় দোয়া মাহফিলে কে এম জহুরুল হক এর সভাপতিত্বেঃ প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু, বিশেষ অতিথি,কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতিঃ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহ সভাপতি,আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, ভিপি লিয়াকত কাজী, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোপালপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মারুফ তালুকদার রাহিম,হেমনগর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি,ভিপি গোলাম রোজ তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জাহাঙ্গীর তালুকদার, গিয়াস,আবু তালহা বিন শফিক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসুল্লীগন উপস্থিত ছিলেন,
বিশেষ মেহমানের বক্তব্যের শুরুতেই একটি দ্বীনি হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা শেষে মারুফ তালুকদার রাহিম বলেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার আয়ু নেয়ার পরও যদি মহান আল্লাহ তা’য়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কমপক্ষে ৮/১০ বছর আয়ু বাড়িয়ে দেন, তাতেও আমি রাজি আছি। কারণ উনি বেঁচে থাকলে এই বাংলার গণতন্ত্র রক্ষা পাবে। সার্বভৌমত্ব রক্ষা পাবে। এই দেশের মানুষের মনে শান্তি আসবে। কোন অশান্তি থাকবে না।স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের অধিকার, সম্মান আর সম্পদ হিসেবে রয়েছেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের গর্ব এবং গৌরবময় এ বাংলাদেশের অহংকার। মহান আল্লাহ তা’য়ালার কাছে তার জন্য দীর্ঘ হায়াত কামনাও করেন তিনি।



