অন্যান্যজাতীয়সারাদেশ

এক গাভীর চার বাছুর

সেলিম রানা, ফুলপুর( ময়মনসিংহ)
একটি নয়, দুটিও নয়, একসঙ্গে চারটি বাছুরের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করলো
কৃষকের গাভী। সম্প্রতি ফুলপুরের পার্শ্ববর্তী নকলা উপজেলার উরফা ইউনিয়নের
বারোমাইসা গ্রামে এই বিরল ঘটনাটি ঘটে। একসঙ্গে চারটি বাছুর পেয়ে ভীষণ
খুশি গাভীর মালিক কৃষক শফিকুল ইসলাম। গাভী ও বাছুরগুলো দেখার জন্য শফিকুল
ইসলামের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।
সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষক শফিকুল ইসলাম চৌদ্দ মাস আগে স্থানীয়
পাঠাকাটা বাজার থেকে ৯৭ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান শংকর জাতের একটি গাভী
কিনেন। গাভী কেনার কিছুদিন পর কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীটি গর্ভবতী
হয়। গত ২৭ ফেব্রæয়ারি গাভীটি কয়েক মিনিটের মধ্যে সুস্থ সবল চারটি বকনা
বাছুর প্রসব করে। প্রসবকাজে সহযোগিতা করেন স্থানীয় পল্লী পশুচিকিৎসক
আব্দুল লতিফ। এ ব্যাপারে গাভীর মালিক শফিকুল ইসলামের সাথে কথা বলে জানা
যায়, তার গাভী থেকে এখন ১০ লিটার দুধ পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এর পরিমাণ
আরও বাড়তে পারে বলে তিনি আশাবাদী। তবে চারটি বাছুর হওয়ায় দুধের সিংহভাগ
ফিডারের মাধ্যমে বাছুরগুলোকে দিতে হচ্ছে। জন্মের পর থেকে বাছুরগুলোর
শারীরিক বৃদ্ধি সন্তোষজনক বলেও তিনি জানান। একসঙ্গে চারটি বাছুর পেয়ে
শফিকুল ইসলাম আর্থিকভাবে বেশ লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন।
এ ব্যাপারে নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসহাক আলী জানান,
বাছুরগুলো ও গাভীর সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেয়া
হচ্ছে। এখন পর্যন্ত চারটি বাছুরই সুস্থ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button